17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে ভিমলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার উপেন্দ্রনাথ জানান, ঢাকা হতে ঠাকুরগাঁওগামী নওশিন এন্টার প্রাইজ নামে একটি নাইট কোচ নিয়ন্ত্রন হারিয়ে ফুলবাড়ী উপজেলার ভিমলপুর নামকস্থানে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ১ জন মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মীর মহিব্বুল বলেন, নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। গাড়ীর ড্রাইভার ও হেল্পার পলাতক। আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় পেলে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন