35.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

দিনাজপুরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে চলছে ভাড়া বাণিজ্য

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার চারমাথায় দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ের সামনে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় শর্তসাপেক্ষে স্থাপনা গড়ে তোলার অনুমতি দেওয়া হলেও, সেই শর্ত কেউই মানছেন না।

প্রথমে ইটের তৈরি অস্থায়ী দোকান করে নিজে বসার কথা থাকলেও, এখন সেই দোকানগুলো কয়েক লাখ টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হচ্ছে। প্রতি দোকানের জন্য ৩ থেকে ৪ লাখ টাকা জামানত নিয়েই চলছে অবাধ ভাড়া বাণিজ্য।

সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা রাস্তার পরিধি সংকুচিত করছে, ফলে জনদুর্ভোগও বাড়ছে। কিন্তু প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তরের নজরে পড়ছে না এমন বড় অনিয়ম।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সরকারি জায়গা দখল করে যেভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে, তা বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা সৃষ্টি হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

পড়ুন : http://দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবাসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন