দিনাজপুরে বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক শাহানা পারভীন এর বিভিন্ন অপকর্মের প্রতিবাদে শ্রমিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৫ জানুয়ারি সোমবার দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এগ্রো সার্ভিস সেন্টার, বিএডিসি কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
এসময় শ্রমিকেরা বক্তব্যে বলেন, স্বেচ্ছাচারিতা,অবৈধভাবে অর্থ আত্মসাৎ, শ্রমিকের চেক জালিয়াতি ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এগ্রো সার্ভিস সেন্টার, বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক মোছা.শাহানা পারভীন এর বিরুদ্ধে গেল বছরের ১৯ অক্টোবর ও ২৮ ডিসেম্বর শ্রমিকেরা একটি গণস্বাক্ষরিত আবেদন প্রতিষ্ঠানের শ্রমিদের অসন্তোষের কথা প্রকাশ করে এর প্রতিকার ও অপকর্মের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গেল ১ জানুয়ারী মোছা. শাহানা পারভীন আমাদের ডেকে নিয়ে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও কাজ বন্ধ করার হুমকি ধামকি প্রদান করেন। সেই সাথে দেখে নেওয়ার কথা প্রকাশ করেন তিনি।
তারা বলেন,এই হুমকি ধামকির প্রেক্ষিতে ২ জানুয়ারি হতে আমরা শ্রমিকগণ প্রতিষ্ঠানে স্বেচ্ছায় শান্তিপূর্ণ কর্মবিরতি ও মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহন করি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এগ্রো সার্ভিস সেন্টার দিনাজপুর উপপরিচালক কার্যালয়ের পাহারাদার দেলোয়ার ও বেলাল, সরদার আলম,শ্রমিক স্বপ্না,মালি ইসমাইল প্রমুখ।
পড়ুন- জয়পুরহাটে শোক বইয়ে লিখলেন বেগম জিয়াকে নিয়ে নেতা-কর্মীদের নিজস্ব অনুভূতি


