দিনাজপুরে পুলিশ সুপার ( জেদান আল মুসা) নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
গ্রেপ্তার হওয়া দুই প্রতারক হলেন—নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়েরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে মো. হিমেল (২২)।
প্রতারক চক্রটি দিনাজপুরের চিরিরবন্দরের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে যোগাযোগ করে। নির্বাচনকালীন সময়ে পুলিশ বক্স স্থাপনের মিথ্যা আশ্বাস দিয়ে তারা বিকাশের মাধ্যমে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়।। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন- তেঁতুলিয়ার তাপমাত্রার পারদ ৮ ডিগ্রিতে, দুর্ভোগে সাধারণ মানুষ


