১৪/০১/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রচন্ড শীত ও হিমেল বাতাসে কাতর হয়ে পড়েছে দিনাজপুরের শীতার্ত মানুষ।

বিজ্ঞাপন

শীতার্ত অসহায়,গরিব ও দুঃস্থদের শীত নিবারনে শীত বস্ত্র নিয়ে এগিয়ে এসেছে প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থা। দিনাজপুর পৌরসভা ১২ টি ওয়ার্ডে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কার্যক্রমের লক্ষ্যে ১০ জানুয়ারী রোববার একাডেমী স্কুল প্রাঙ্গনে শহরের ৬টি (১, ২, ৩, ১০, ১১, ১২ নং ওয়ার্ড) এ প্রায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল মিলন। পুর্বে আরও ৬টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরন করা হয়।


মোস্তফা কামাল মিলন বলেন, প্রচন্ড শীতে মানুষ হয়ে পড়েছে। খড়কুটো ও কাগজ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতার্ত মানুষদের বাঁচাতে ধনশালী অর্থশালীসহ সকল রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো: নাঈম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল সঞ্চালনে বক্তব্য রাখেন, দিনাজপুর শহর সমাজ সেবা অফিসার মাইনুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, ফ্রেন্ডের চেয়ারম্যান আতিকুর রহমান শিমুল, তাথৈ নৃত্যাঙ্গনের চেয়ারম্যান ফৌজিয়া আরফিন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুর ইসলাম, ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ রাশেদ,যুগ্মসাধারণ সম্পাদক মো: আরশাদ রহমান আবির, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আখতার, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, নাহিদ ইসলাম নয়ন প্রমূখ। আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

পড়ুন- গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের উদ্বুদ্ধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

দেখুন- সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে যা বললেন নেতাকর্মীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন