১৪/০১/২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রতিনিধিদলের কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন

দিনাজপুরে উন্নত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন করেছে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

কৃষি ও কৃষকের চাহিদা, কারখানা সংশ্লিষ্ট এবং সরকারের সংযোগ করতে কাজ করার কথা জানিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা।

উন্নত প্রযুক্তির আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদনের ফলে দাম,সময় সবক্ষেত্রেই সহজলভ্যতা বাড়বে কৃষকদের,কমবে আমদানি নির্ভরতা। কারখানা পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ ও বিশ্বব্যাংকের ওই প্রতিনিধিদলটি।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিষয়ক ওই প্রতিনিধি দলটি দিনাজপুরের উত্তরণ ইঞ্জিনিয়ারিং কারখানা পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের জাতীয় সংহতি কর্মসূচীর টেকসই কৃষি যান্ত্রিকীকরণ বিশেষজ্ঞ স্কট জাসটিস,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তা সমন্বয়ক ও বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন,উত্তরণ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাফেদ উল ইসলাম প্রমুখ।

এ সময় জানানো হয়,এখন যেসব কৃষি যন্ত্রপাতি আসছে তার বেশিরভাগই বিদেশ থেকে আমদানী করা। এসব যন্ত্রপাতি নষ্ট হলে,তার যন্ত্রাংশ আমদানী করতে হয় বিদেশ থেকে। এতে করে দেশীয় অর্থের অপচয় হচ্ছে, সময় ও ব্যয় বাড়ছে। এমন অবস্থায় দেশের কৃষি যন্ত্রপাতির কারখানাগুলো হতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিযন্ত্র সমূহ আশার আলো দেখাচ্ছে,যন্ত্রাংশ নষ্ট হলে স্থানীয়ভাবেই কম মূল্যে ও সহজেই পাওয়া যাচ্ছে। দেশে বাড়ছে কর্মসংস্থান, কমছে আমদানী নির্ভরতা।

পড়ুন: নানা আয়োজনের মধ্যে দিয়ে ড্রইং স্কুল দিনাজপুরে উন্মুক্ত চিত্রাঙ্গণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দেখুন: চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন