দিনাজপুর শহরের লেবুরমোড় গোলাবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়ে আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আহতরা হলেনশুভ ইসলাম(৩৩),হাসির ইসলাম (৩০),রফিকুল ইসলাম (৪৫)।
এদিকে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ওবাইদুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার,দিনাজপুর, তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেম করে হয়েছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় অটোরিকশা চালককে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ
দেখুন: ‘বিশিষ্টজনদের উপর হামলা হচ্ছে কাদের ইন্ধনে?’
ইম/


