দিনাজপুর -২ ( বিরল- বোচাগঞ্জ) আসনের সাদিক রিয়াজ চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বজলুর রশিদ কালুর সমর্থকরা ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার চৌরঙ্গী বাজারে বিরল উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মনোনয়ন বঞ্চিত বজলুর রশিদ কালুর পক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিএনপি’র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবী জানায়।
বিরল উপজলা বাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।মিছিলে নেতৃত্ব দেন বিরল পৌর বিএনপির বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুর- ২ আসনে যেভাবে মনোনয়ন দেয়া হয়েছে, দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।


