২৭/০১/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৭/০১/২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে চিকিৎসকদের সংবাদ সম্মেলন

রাজা মহারাজাদের শতশত বছরের গড়ে উঠা দিনাজপুর শহরটি বসবাসের সম্পূর্ণ অনুপযোগী উল্লেখ করে ঐতিহ্যবাহী শহরটি পুন:গঠনে চিকিৎসক সমাজ পেশাগত অংশগ্রহন করবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখা। স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত দিনাজপুর প্রতিষ্ঠায় দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন


আজ সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন চিকিৎসকরা। এ সময় সংগঠনটির আহ্বায়ক ডা. মো: হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক, ডা. আজিজার রহমান, ডা. রফিকুল ইসলাম, ডা. গোলাম মোস্তফা, ডা. জাহানারা মুন্নি, ডা. মোস্তফা সরকার, ডা. নুরুজ্জামান সরকার, ডা. জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মহান স্বাধীনতা পরবর্তী ৭৫’র পট পরিবর্তনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে দিনাজপুর সফরকালীন সময়ে দিনাজপুরকে উত্তরাঞ্চলের একটি স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করে যান। ওই সফরে তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালকে এক টাকা প্রতিকী মূল্যে এক একর জায়গা, দিনাজপুর রেড ক্রিসেন্ট হাসপাতালকে প্রতিকী এক টাকা মূল্যে ২ একর জায়গা, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালসহ বিপিএমপিএ-কে প্রতিকী এক টাকা মূল্যে ৩৫ কাঠা এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য এক টাকা প্রতিকী মূল্যে এক একর জমি বরাদ্দ দিয়ে যান।


পরে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের ৩ মাসের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করেন এবং ১৯৯৬ সালে ক্ষমতা হস্তান্তরের পূর্বেই নবনির্মিত ভবনে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে যান। ২০০১ সালে সরকার গঠন করে দিনাজপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ২০০৬ সালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করে। সরকারী উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী উদ্যোগে প্রয়াত নেত্রী সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হক ১৯৯৪ সালে জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালের ১০ই অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়া হার্ট ফাউন্ডেশনের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এণ্ড রিসার্চ ইনষ্টিটিউট উদ্বোধন করেন। প্রয়াত নেত্রী মরহুমা খুরশীদ জাহান হক ২০০৪ সালে দুরারোগ্য ব্যাধি কিডনী এবং ক্যান্সার চিকিৎসায় সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদন গ্রহন করে খুরশীদ জাহান হক ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এণ্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস প্রতিষ্ঠান দুইটির সুচনা করে যান।


বেগম খালেদা জিয়ার মমতাময়ী মা ও বাবা দীর্ঘকাল দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যক্রমের সাথে উদ্যোগী ভুমিকা রেখে গেছেন। শহরের পাহাড়পুর এলাকায় শহীদ জিয়াউর রহমান রেড ক্রিসেন্ট হাসপাতাল, উপশহরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, পার্বতীপুরে এমই মজুমদার রেড ক্রিসেন্ট মাতৃসদন কেন্দ্র এবং দিনাজপুর শহরের রাজবাড়ীতে প্রতিবন্ধীদের বিশেষ সহায়তার জন্য দিনাজপুর বধির ইনষ্টিটিউট প্রতিষ্ঠা লাভ করে।


সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা মনে করি বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বিশাল জন গোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের আগামী দিনের চাহিদাকে পরিপূরনের জন্য দিনাজপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নতিকরণ, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতিকরণ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এণ্ড রিসার্চ ইনষ্টিটিউটকে ভিত্তি করে দিনাজপুরে একটি বেসরকারী মেডিকেল কলেজ (ইম্পেরিয়াল মেডিকেল কলেজ-প্রস্তাবিত) প্রতিষ্ঠা করা, স্বাস্থ্যক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলে দেশে এবং দেশের বাইরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারী-বেসরকারী উদ্যোগে মেডিকেল টেকনোলজী ইনষ্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা, খুরশীদ জাহান হক ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এণ্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেসকে পূর্ণাঙ্গ হাসপাতাল রুপান্তর, দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালকে আরও আধুনিককরণ, অরবিন্দু শিশু হাসপাতাল ও বিএনএসবি চক্ষু হাসপাতালকে আধুনিকিকরণ ও বিষয়ভিত্তিক শিক্ষা কোর্স চালু করনের উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।


এর ফলে এই অঞ্চলে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যশিক্ষা ক্ষেত্রে বিপুৃল অগ্রগতি সাধন হবে এবং নবীনদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দিনাজপুর-৩ আসনে জনগনের ভোটে তিন তিনবারের নির্বাচিত সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচিত হলে এবং স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষার আগামী দিনের চাহিদা পুরনে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে আমরা আশাবাদি। তাই আপনাদের মাধ্যমে আমরা দিনাজপুর-৩ আসনে সম্মানীত ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি ধানের শীষে সৈয়দ জাহাঙ্গীর আলমকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে স্বাস্থ্য সম্মত, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত দিনাজপুর প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবেন।

পড়ুন- সাফল্য-সংস্কৃতির মেলবন্ধনে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন