দেশের উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েছে। ঠাণ্ডার কারণে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শ্রমজীবী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই অবস্থা আরো অসহনীয় হয়ে উঠেছে।
এসময় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যাওয়ায় শীতজনিত রোগ বৃদ্ধি পায়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চেকআপ স্পেশালাইজড হসপিটাল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। হাসপাতালের নিম্নআয়ের কর্মচারী, দরিদ্র রোগী ও স্থানীয় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকালে হসপিটাল চত্বরে সবার হাতে কম্বল তুলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহবুব মোর্শেদ তমাল, স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ইশরাত শারমীন, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শিলাদিত্য শীল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. দ্বিজেন চন্দ্র বর্মন, কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. ফজলে এলাহী, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. সমীরণ কুণ্ডু, অ্যানেস্থিশিয়া বিশেষজ্ঞ ডা. মনিরা বেগম, চেকআপ স্পেশালাইজড হসপিটালের শেয়ারহোল্ডার প্রমথেশ শীল, চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান, পিএস টু চেয়ারম্যান অ্যান্ড এমডি সাইফুর রহমান টুটুল, অ্যাডমিন অফিসার শাওন হাজারিকা প্রমুখ।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিলাদিত্য শীল বলেন, শীতকালে সবাইকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। শরীরে ভিটামিন ডি উৎপাদনের জন্য সূর্যের আলো সরাসরি শরীরে লাগাতে হবে। এতে করে সর্দি-কাশি ও ফ্লু’র মতো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ সময় হৃদরোগীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত বলে ডা. শিলাদিত্য শীল পরামর্শ দেন।
পড়ুন- কুড়িগ্রাম ৩ আসনে মনোনয়ন নিলেন সরকার নুরে এরশাদ সিদ্দিকী


