গত কয়েকদিন ধরে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে রোদের প্রভাবে দিনে কমে যাচ্ছে শীতের তীব্রতা। তবে রাতে তাপমাত্রা যেন নেমে আসে জিরোতে। ফলে রাতভর অনুভূত হয় বরফের শীত।
আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদের সাথে উঠেছে সূর্য। সূর্যের আলোয় ঝলমল করছে উত্তরের এ জেলার প্রকৃতি। যার ফলে কর্মচাঞ্চল্যতা দেখা গিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে।
এদিকে শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজও দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এনএ/