21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চেন্নাই টেস্ট

দিনের শুরুতেই জাদেজাকে ফেরালেন তাসকিন

চেন্নাই টেস্টের প্রথমদিনে বাংলাদেশ দূর্দান্ত শুরু করলেও অশ্বিন-জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনের জুটিতে ৩৩৯ রান তুলে দিন শেষ করেছিল স্বাগতিকরা। শুধু তাই নয়, সেঞ্চুরির দ্বারপ্রান্তেও ছিল জাদেজা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই এই বাঁহাতি ব্যাটারকে প্যাভিলিয়ন ফিরিয়ে দেন তাসকিন আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৬৬ রান। রবিচন্দ্রন অশ্বিন ১১১ রান এবং আকাশ দ্বীপ ১৭ রানে ব্যাট করছেন।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ পিচে টিকতে থাকতে পারেননি জাদেজা। দিনের তৃতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় অলরাউন্ডার। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের জুটিতে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন