১৩/০১/২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৮ দিনের ছেলেকে রেখেই কাজে ফিরলেন ভারতী

নতুন বছরের শুরুতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। তবে এবার তার এই ফেরাটা একটু বিশেষ এবং বিস্ময়কর। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের পর মাত্র ১৮ দিন পার হতেই শুটিং সেটে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি শুরু হয়েছে ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং। এই রিয়ালিটি শো-তে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব এবং গুরমিত চৌধুরীর মতো জনপ্রিয় তারকাদের দেখা মিললেও সবটুকু আলো কেড়ে নিলেন ভারতী। এত দ্রুত কাজে ফেরায় নেটিজেনদের প্রশংসার পাশাপাশি অনেকের কৌতুহলী প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে।

শুটিং সেটে দ্বিতীয় সন্তানের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। সেখানে পাপারাজ্জিরা তাকে প্রশ্ন করেন, কাজুর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দেবেন কবে? জবাবে ভারতী হাসিমুখে বলেন, ‘গোলা এবং কাজু দুজনেই এখন বাড়িতে আছে। যদি কেউ ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তবে অবশ্যই পরিচয় করিয়ে দেব।’

পাপারাজ্জিরা জানতে চান, কাজুর পর এবার কি তবে পরিবারের নতুন সদস্য ‘কিশমিশ’ আসবে? অর্থাৎ তারা ভারতীর তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। হেসে ভারতী বলেন, ‘অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।’

উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন। এমনকি হাসপাতালে কাজুকে প্রথমবার দেখার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতী। 

পড়ুন: এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার

দেখুন: এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ vs শ্রীলঙ্কা, দেখবেন নাগরিক টিভির পর্দায়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন