24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বিজয় দিবসে ঐক্য ও সংস্কারের আহ্বান তারেক রহমানের

মহান বিজয় দিবসের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্য ও সংস্কারের আহ্বান জানিয়েছেন।

আজ সোমাবর (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে তারেক রহমান লিখেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস অবশ্যই আরও আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস জনগণের কল্যাণে রাষ্ট্র ও সরকারের অধিকতর অঙ্গীকারের প্রতীক হবে।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই ঐক্যকে কাজে লাগিয়ে আমাদের এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যা হবে বৈষম্য ও বিভেদমুক্ত। টেকসই জাতীয় ঐক্যের জন্য জনগণের ক্ষমতায়ন অপরিহার্য।’

তিনি বলেন, ‘জনগণের অধিকার আছে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবসম্মত রূপরেখার লক্ষ্য এবং সময়সীমা সম্পর্কে জানার।’

তিনি আরও বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এমন একটি সংসদ গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে।’

এনএ/

আরও পড়ুন: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

দেখুন: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের স্মরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন