প্রায় ১৭ বছর পর অভিনয়ে ফিরছেন মেহের আফরোজ শাওন। দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘নীল জোছনা’য় দেখা যাবে তাকে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
একটা সময় নিয়মিত অভিনয় করেছেন শাওন। কিন্তু বিয়ের পর থেকেই অনিয়মিত হয়ে পড়েন। সর্বশেষ অভিনেত্রীকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়।
অভিনেত্রী জানান, ১৭ বছর পর সিনেমায় নাম লেখালেন,তবে অভিনয়ে ফিরলেন ১৩ বছর পর। সর্বশেষ ২০০৭ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় শুটিং করেছিলেন তিনি। আর এটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এরপর ২০১১ সালে সবশেষ অভিনয় করেছিলেন ‘স্বর্ণকলস’ নাটকে।
সিনেমা প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘দীর্ঘদিন পর সিনেমার শুটিং করব। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। এখানে আমাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে। গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি।’
‘নীল জোছনা’ নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। এতে শাওন ছাড়াও রয়েছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এফ এস নাঈম প্রমুখ।