১৫/০১/২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। ছাত্রদের আত্মত্যাগ আমাদের আজ বিজয় র‌্যালি করার সুযোগ করে দিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশাল এ বিজয় র‌্যালিটি ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১টায় পাঁচদোনা মোড় এসে শেষ হয়। এতে অংশ নেয় মেহেরপাড়া, আমদিয়া, পাঁচদোনা, ডাঙ্গা, জিনারদী ইউনিয়নসহ ঘোড়াশাল ও পলাশ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

ড. মঈন খান আরও বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যতীত কোনো সভ্য দেশ গঠিত হতে পারে না। তাই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

বিজ্ঞাপন

পড়ুন : স্টেশন ঘুরে ছিনতাই করতো তারা, অবশেষে নরসিংদীতে আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন