আজ দুপুরের পরে বৃষ্টির আভাস ছিলো ঢাকায়। তাঁর আগেই যতটা পারা যায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকার দুই সিটি করপোশেনের।
উত্তর সিটি নিয়মিত কর্মীর বাইরে অতিরিক্ত নিয়োগ করেছে। সকাল থেকেই তারা মাঠে নেমেছে। বিকাল ৪টার আগেই আগেই পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার লক্ষ্য তাঁদের।
নগরবাসীও বলছে অন্য বছরের তুলনায় সিটি কর্পোরেশনের তৎপরতা চোখে পড়ার মতো। সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য সংগ্রহ করছে।
বর্জ্য সংগ্রহে সিটি করপোরেশনগুলো ব্যগ দিয়ে গেছে। সেই ব্যাগে রাখা ময়লা নিয়ে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। সার্বিক ব্যাবস্থাপনায় সন্তুষ্ট নগরবাসী।
কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে গতি আনার পাশাপাশি গাফিলতি তদারকিতে ফেইসবুক গ্রুপে লাইভে থাকছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন প্রশাসনের কর্তাদের সমন্বয়ে পুরো কার্যক্রম মনিটরিং করছে দুই সিটি কর্পোরেশন।