১৪/০১/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে পঁচা মাংস ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুর পঁচা মাংস মজুদ করে বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে গরুর পঁচা মাংস মজুদ, বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করেন।

এছাড়া একই সময়ে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ভেজাল খাদ্য পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

জনস্বার্থে জেলার বিভিন্ন্ এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন