১৫/০১/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার চার ঘণ্টা পার হলেও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এখনো মহাসড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। এতে মহাসড়কের দুই অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন নিহত হন। এ দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও চার ঘণ্টায়ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান মহাসড়ক থেকে সরানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টার দিকে দুটি ক্রেন ঘটনাস্থলে আনা হয়েছে।

কাভার্ডভ্যানটি না সরাতে পারার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা এবং চট্টগ্রাম লেনে ২০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং চালকরা।

অপরদিকে দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সাতজন সদস্য কাজ করছেন। আনিসুর রহমান নামে একজন উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজ করছেন। তবে পরিদর্শক পর্যায়ের বা তার ওপরের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।

ঘটনাস্থলে থাকা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের কম ধারণ ক্ষমতার ক্রেন আছে। কাভার্ডভ্যানটি বেশি ওজনের হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেশি ধারণ ক্ষমতার ক্রেন ভাড়া করে আনতে হয়েছে। যার কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। কাভারভ্যানটি মহাসড়ক থেকে সরাতে পারলে যান চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান পড়ে একই পরিবারের চারজন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন