জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের খঞ্জনপুর কলেজ রোডে এই ঘটনা ঘটেছে।
নিহত শিশু রাস্তা পারাপারের সময় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আহত হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু ইসরাত পুলিশ দম্পতি কাবিউর রহমান ও নাজমা আক্তার মরিয়মের কন্যা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে শহরের সিমেন্ট কারখানা এলাকায় তারা বসবাস করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ দম্পতির কন্যা সন্তান নিহতের ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এনএ/


