যারা ভিক্ষুকের মতো চেটে চেটে জনগণের সম্পদ ভোগ করে, তাদের জনগণের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যাঁরা সংসদ সদস্য হবেন, তাঁদের সম্পদ আমরা বাড়তে দেব না। প্রত্যেক জনপ্রতিনিধিকে প্রতি বছর তাঁদের সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা জনগণের সম্পদ লুটপাট করেছে। জাতিকে ধর্ম ও বর্ণের ভিত্তিতে পাহাড়–সমতলে বিভক্ত করে সংঘাত সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, আমাদের ১১ দলের ঐক্য মানেই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ। ফ্যাসিবাদ ও আধিপত্যের বিরুদ্ধে এই জোট। দেশের মানুষ এই ঐক্যের পক্ষে রয়েছে। আমরা সারাদেশে সেই গণজোয়ার দেখতে পাচ্ছি।
ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী জনগণের সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নেবে উল্লেখ করে তিনি বলেন, জাতি যদি আমাদের ক্ষমতার আমানত অর্পণ করে, তাহলে আমরা জনগণের সম্পদের ওপর হাত দেব না। সরকারি তহবিলের প্রতিটি হিসাব জনগণের সামনে তুলে ধরতে আমরা বাধ্য থাকবো।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


