আবারও সাড়ে ৬ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেলো দুর্বল ৭ ব্যাংক। নগদ টাকার টানাটানিতে এক মাসে ১২ হাজার কোটি টাকা নিয়েছে তারা। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের গ্যারান্টিতে তুলনামূলক সবল ব্যাংক এই সহায়তা দিচ্ছে তাঁদের। আগের মতো টাকা ছাপিয়ে এই ৭ ব্যাংককে দিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এক সময় বেসরকারি খাতে শক্তিশালী ব্যাংকটি এখন আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। নামে বেনামে বিপুল অর্থ বের করে নেয় জোরপূর্বক দখলে আসা এস আলম গ্রুপ। ব্যাংকটি এখন নতুন আমানত সংগ্রহে, গ্রাহকের আস্থার সংকটে।
দেখুন: আমানতকারীর অনাস্থায় চাপে ছোট-বড় সব ব্যাংক
বাছ-বিচার ছাড়া ঋণ, জালিয়াতি, লোপাটের কারণে নগদ টাকার সংকটে রয়েছে বেশ কয়েকটি ব্যাংক। আমানতকারীদের চাহিদা মোতাবেক অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে তারা। এমন নাজুক পরিস্থিতি থেকে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টি দিয়ে তারল্য সহায়তার উদ্যোগ নিয়েছে।
গত এক মাসে তুলনামূলক সবল ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবালসহ সাত দুর্বল ব্যাংক ১২ হাজার কোটি টাকা ধার নিয়েছে। প্রথম দফায় দেয়া হয় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
সব শেষ সাড়ে ৬ হাজার কোটি টাকা সহায়তা নিলো সংকটে থাকা ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকা না ছাপিয়ে, তারল্য পরিস্থিতির উন্নতির জন্য এ প্রক্রিয়া হাতে নেয়া হয়।
সবশেষ সবল ১৭ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের ডেকে, দুর্বল ব্যাংকগুলোকে সরবরাহ করার নির্দেশ দেন গভর্নর। যদিও, এখনো অনেক ব্যাংক, ঝুকির কারণে এতে আগ্রহ দেখাচ্ছে না।