25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকে টাস্ক ফোর্সের অভিযান শুরু

অবৈধ ইটভাটাসহ পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে আগামী শনিবার থেকে টাস্ক ফোর্সের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নদী দূষণ, খাল ভরটা, বায়ুদূষণসহ ৫৩ বছরের জঞ্জাল দূরকরা কঠিন তবে কাজটা সরকারকে শুরু করতে হবে।
এর জন্য ফান্ড পর্যন্ত নেই, তারপরও বর্তমান সরকারের সদিচ্ছা আছে।

পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু :

তিনি বলেন, জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত টাকা সঠিক ভাবে ব্যয় হয় না। আর অপব্যাবহারের কারণে তহবিল থেকে বরাদ্দ কমিয়ে দিয়েছে দাতারা। তাই আগামী ৫ বছর নিজস্ব উদ্যোগেই পরিবেশ রক্ষার পরিকল্প নেয়া উচিৎ।

পরিবেশ দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে পলিথিনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি। পলিথিন শপিং ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এটা নতুন নয়। ২০০২ সালে পলিথিন উৎপাদন নিষিদ্ধ করা হয়, সরকার শুধু তা বাস্তবায়নের চেষ্টা করছে। সেই সাথে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে।

টিএ/

দেখুন: দূষণ ছড়াচ্ছে সাভারে আধুনিক চামড়া শিল্পনগরী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন