15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের বয়কট নয়, নিরাপত্তা দেবেন

ভারতে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা, ভারত সরকার থেকে ভিসা সীমিত করাসহ বিভিন্ন সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে। এর প্রভাব পড়েছে কলকাতার পর্যটনেও। তাই এমন পরিস্থিতিতে এবার নতুন ঘোষণা দিলেন কলকাতার ব্যবসায়ীরা। তারা বলেন, ত্রিপুরার মতো বাংলাদেশিদের বয়কট না করে যতটা সম্ভব নিরাপত্তা দেবে।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

তারা বলেন ‘আমরা বাংলাদেশিদের বয়কট করব না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন। যতটা পারব তাদেরকে নিরাপত্তা দেব।’

মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মনতোষ সাহা বলেন, ‘কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল, সেটা এখন নেই। যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তেমনিভাবে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সবার আগে আমার দেশ। দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার জন্য আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে সিজন শুরু হয়। প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ৫ শতাংশে নেমে এসেছে।’

মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, ‘নিউমার্কেট মূলত বাংলাদেশভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে। তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। যদিও বাংলাদেশিদের আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না। তারা আমাদের ঘরের সদস্য। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের পর্যটকের সংখ্যা অনেক কম। আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে। সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাব তারা এখানে আসুক। কারণ, দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশেই ব্যবসায়ীরা রয়েছেন। আমাদের উভয়পক্ষকেই এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে।’

এনএ/

আরও পড়ুন: সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে অনেক নিয়ম, চিন্তিত ব্যবসায়ীরা

দেখুন: ভিসা নীতিতে যে কঠিন শর্ত জুড়ে দিয়েছে আরব আমিরাতের সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন