18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

দেশজুড়ে আওয়ামী লীগের শো-ডাউন, অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিহত করতে সারা দেশে সমাবেশ মিছিল করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র, জামায়াত-শিবির ও অন্যান্যদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। কোথাও কোথাও মহাসড়কেও  শো-ডাউন হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শক্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন। ঢাকা বাইপাস ও ৩শ ফুট সড়কের বিভিন্ন স্পটে বিক্ষোভ মিছিল করেন তারা।

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মাঠে থাকলেও নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের দফায় দফায়  মোটর সাইকেলের শো- ডাউন করেছে।

জামালপুরে  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে  একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানুষের জালমালের নিরাপত্তায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায়  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন