দেশজুড়ে বৃষ্টিপাত চলতে পারে আরও দিন দশেক। উপকূলীয় অঞ্চলে হতে পারে ভারি বৃষ্টি। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। বলছে, আবহাওয়া অফিস। এমন অবস্থায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
গত দুই দিনের বৃষ্টিতে ভিজেছে পথঘাট। ধূসর শহরে ফুটে উঠেছে বর্ষার স্নিগ্ধ রূপ।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, দেশজুড়ে বৃষ্টি চলতে পারে আরও ১০ দিন। সোমবার থেকে হতে পারে ভারি বর্ষণ।
উপকূলীয় তিন বিভাগে দুদিন ধরে বৃষ্টি ঝরছে মুষলধারে। ডুবেছে নিম্নাঞ্চল, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
চলতি মাসেই আসতে পারে দুটি লঘুচাপ। একটি পরিণত হতে পারে নিম্নচাপে, বলছে আবহাওয়া অফিস।