19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

দেশটাকে লুটেরা সাম্রাজ্যে পরিণত করেছে সরকার: ফখরুল

সাবেক পুলিশ প্রধানের বিদেশ চলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও তাকে ঘিরে   সরকার দলীয় নেতাদের বক্তব্যও লোক দেখানো বলে মন্তব্য করেছেন তিনি। এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রতিষ্ঠাতার ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসুচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবি পরিষদের আয়োজনে আলোচনা সভা। অংশ নেন বিএনপি নেতাসহ পেশাজীবিরা।

বিএনপির আন্দোলনে ব্যর্থতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পেশাজীবীদের বক্তব্যে উঠে আসে নানা সমালোচনা।

বিএনপি মহাসচিব অবশ্য এসব সমালোচনার জবাব দিয়ে বলেন,তারা হারেননি। আন্দোলনে লক্ষ্য অটুট আছেন।

পুলিশের সাবেক প্রধান নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন,সরকার দেশটাকে একটি লুটেরা সাম্রাজ্যে পরিণত করেছে।

বিএনপি নেতারা বলেন, আন্দোলনে কৌশল পরিবর্তন হচ্ছে। বিজয় তাদের হবেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন