১৪/০১/২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশের জনগণের জন্য খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন: পুতুল

নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা দেখেছি ৩০ শে ডিসেম্বর তার মৃত্যুর পরে ঢাকার জানাযায় ঢাকা শহরের তিল ধারণের জায়গা ছিল না। আমরা দেখেছি পুরো বিশ্ব কিভাবে তাকে সম্মানিত করেছে। দেশের মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে বাংলাদেশের নেতা হিসেবে বিদায় নিয়েছেন। কোটি কোটি হাত আজকে তার জন্য প্রার্থনা করছে, এটার প্রাপ্য তিনি‌। তিনি শত নিপীড়নের শিকার হয়েও, দেশের জনগণের জন্য তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) সন্ধায় বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত শোক কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া প্রতিটা জায়গায় আনাচে-কানাচে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে সকলে দোয়া প্রার্থনা করছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছেন। তিনি জানতেন তাকে মিথ্যা মামলায় জেল খাটানো হবে। সেই মিথ্যা মামলায় বছরের পর বছর দিনের পর দিন, রাতের পর রাত কারা ভোগ করেছেন তবুও তিনি বাংলাদেশের নিপীড়িত জনগণকে ছেড়ে চলে যান নি। তিনি এমন এক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যে বাংলাদেশকে আমরা বলবো সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ।

পুতুল বলেন, বাংলাদেশের বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে কোন একটি নীতি কে হৃদয়ে ধারণ করার জন্য দলের ক্ষুদ্র কর্মী হওয়ার জন্য সমর্থক হওয়ার জন্য নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। ক্রসফায়ারের শিকার হতে হয়েছে, গুমের শিকার, গায়েবী মামলার শিকার হতে হয়েছে ‌। এত কিছুর পরেও তিনি চেয়েছিলেন, বাংলাদেশে আর কোন নাগরিককে কোন মতাদর্শ অবলম্বন করার জন্য, নীতি বিশ্বাস করার জন্য, দলের সমর্থক হওয়ার কারণে বৈষম্যের শিকার হতে না হয়। সেই স্বপ্ন তিনি আমাদেরকে দেখিয়েছেন। তিনি শুধু স্বপ্ন দেখিয়েই চলে যাননি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুযোগ্য একজন নাবিক বাংলাদেশের মাটিতে রেখে গেছেন। যিনি ইতিমধ্যেই দেশ এবং বিদেশে সমাদৃত হয়েছেন। তিনি হচ্ছেনা আমাদের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান‌।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।

পড়ুন: পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন