19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপলগঞ্জে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপলগঞ্জে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

একই সময় গোপলগঞ্জেও ১০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে এটিও এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গায় গত কয়েকদিন যাবৎ তাপমাত্রা কমতে শুরু হয়েছে। হাড় কাঁপানো শীত ও কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসের কারণে মানুষ ভুগছে সীমাহীন দুর্ভোগে। এতে খেটে-খাওয়া দিনমজুরসহ সব শ্রেণি-পেশার মানুষ পড়েছে চরম বিপাকে। শীতার্থদের জন্য এখনও পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্ঠানকেই শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়। 

উত্তরে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে, জবুথবু জনজীবন

একই অবস্থা গোপালগঞ্জ জেলায়তেও। আজ ভোর থেকে তীব্র কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা। কাজে বের হতে পারছেন না তারা। তবে অনেকেই টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে বাহিরে বের হচ্ছেন। ভোরে মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এনএ/

আরও পড়ুন: তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি 

দেখুন: ১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সামনে শীত বাড়বে আরও

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন