১৫/০১/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশের প্রথম রেলস্টেশন কক্সবাজারে বসলো স্ক্যানার মেশিন

বাংলাদেশে প্রথমবারের মতো রেলস্টেশনে স্ক্যানার বসানো হয়েছে কক্সবাজারে। সোমবার (৪ আগস্ট) সকালে আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার মেশিনটি চালু হয়।

বিজ্ঞাপন

এখন থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে ওঠার আগে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করতে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই কার্যক্রম চালাচ্ছে। কোন সন্দেহজনক বস্তু শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তল্লাশি করা হচ্ছে।

রেলস্টেশনে লাগেজ স্ক্যানিং চালু হওয়ায় মাদক ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন টিকিট কালেক্টর শান্ত বড়ুয়া। তিনি বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ এড়াতে অন্তত আধাঘণ্টা আগে স্টেশনে আসতে হবে।’

ঢাকাগামী যাত্রী রোজিনা আক্তার বলেন, ‘নতুন এই উদ্যোগে নিরাপত্তা বাড়বে, তবে অহেতুক হয়রানি যেন না হয়।’ আরেক যাত্রী আব্দুর রহমান জানান, ‘পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য এটি স্বস্তির।’

২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এখন কক্সবাজার-ঢাকা ও কক্সবাজার-চট্টগ্রাম রুটে চারটি ট্রেন চলাচল করছে।

পড়ুন: কুমিল্লায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

দেখুন: মা-ছেলের সাথে যা ঘটলো সুনামগঞ্জে! | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন