আওয়ামী লীগ নয়, এখন দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি। মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপি নেতারা বলেন দেশের স্বাধীনতা এখন কাঁটাতারের বেড়ায় আটকা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়া পল্টনে যুবদলের আয়োজনে এ সমাবেশ। বিএনপি নেতারা বলেন ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে আগে বিদেশী তাবেদার দের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
দেশ পরিচালনা আওয়ামী লীগের হাতে নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা।