বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আজকে দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ষড়যন্ত্রকারী মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্যে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আগামীদিনের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে বানচাল করার জন্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাড় করানো শুধু নয়, পাশাপাশি সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি দাড় করানো জন্য গুজব ছড়িয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই আপনাদের সজাগ থাকবে হবে, যাতে এই ষড়যন্ত্রকারীরা নতুন অর্জনকে ও শহীদের রক্ত বৃথা না যায়।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা মাধবদীবাসী’র প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি মো. আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মো. জাকারিয়া, পৌর যুবদলের আহ্বায়ক মো: সোলায়মান ভূঁইয়াও নরসিংদী জেলা ছাত্রদলের মেহেদী হাসান রিফাতসহ জেলা, উপজেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দ।
পড়ুন : জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধিনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি, মানববন্ধন


