দেশে আবারও কিছু লোক ষড়যন্ত্র করছে। যারা ৭১এ পাকবাহিনীকে সহযোগিতা করেছে তারাই এখন গলাফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব বলেন। যারা একশ গাড়ি নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে যায় তারা জন্য কি করবেন, এমন প্রশ্নও রাখেন মির্জা ফখরুল।
মহান স্বাধিনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দেশ নতুন করে আবার সংকট শুরু করছেন একদল মানুষ জানিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, আবার পতিত স্বৈরাচারের মতো গণতন্ত্র ধবংসের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তারা।
বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের বিকল্প নাই। গনতন্ত্র ছাড়া কোন পথ নাই। কিছু ব্যাক্তি মুক্তিযুদ্ধের সময় যাদের অবদান ছিলনা তারাই এখন নানান কথা বলছেন।
বিএনপি জনগনের সাথে অতীতে ছিল এখনো আছে ভবিষৎতেও থাকবে জানিয়ে ফখরুল বলেন যারা বড় বড় কথা কথা বলছেন, তাদের কাযক্রম দেখলেই বোঝা যায় তারা দেশের জন্য কি করতে পারবেন?
ষড়যন্ত্র শুরু হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্ঠা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সোশাল মিডিয়ার মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন কিছু লোক।
গণতন্ত্র হরণকারী এবং বিপদের সময় মানুষকে বিপদে ফেলে ভারতে দলটির নেতারা পালিয়ে যান সে কারনে আওয়ামীলীগকে আর কখনো গনতান্ত্রিক সুবিধা দেয়া যায় না বলেও জানান বিএনপি নেতারা।
পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
দেখুন: দ্য ইকোনমিস্টের চোখে ২০২৪ সালের বর্ষসেরা বাংলাদেশ |
ইম/


