১৫/০১/২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দোস্ত এইডের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

টেকসই উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি-এর উদ্যোগে বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (৩ জানুয়ারি) জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সম্মেলনটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, মানবাধিকার কর্মী, গণমাধ্যমকর্মী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত না হলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, “স্বেচ্ছাসেবকরাই সমাজ পরিবর্তনের নীরব নায়ক। মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। সমাজের কল্যাণে সবাইকে আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।”

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন তাঁর বক্তব্যে বলেন, “দোস্ত এইড একটি দাতব্য ও মানবিক সংগঠন। দেশের অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেই আমাদের নিরলস প্রচেষ্টা। আমি নিজেকে কখনো চেয়ারম্যান মনে করি না—আমি নিজেকে এই প্রতিষ্ঠানের একজন সাধারণ স্বেচ্ছাসেবক হিসেবেই ভাবি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের কর্মপরিকল্পনা আরও বিস্তৃত হয়ে সারা বাংলাদেশে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা সমাজসেবা কর্মকর্তা, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এডমিন কহিনুর আলম চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও সময়োপযোগী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সচেতনতা, দক্ষতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

দিনব্যাপী এ সম্মেলন স্বেচ্ছাসেবকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং সমাজ গঠনে তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে আরও গভীর অনুপ্রেরণা জোগায়।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে প্রথম দিনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন