ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের খেলা চলছে চেন্নাইয়ে। যেখানে টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। অধিনায়ক শান্তর বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেছে বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের দাপটে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও নিজেদের দাপট বজায় রেখেছে টাইগাররা।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এই প্রতিবেদনটা লেখার আগ পর্যন্ত ভারত সংগ্রহ করে ২০৮ রান। বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট। প্রথম সেশনে ভারতের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর দ্বিতীয় সেশনে তিনি ফিরিয়েছেন ঋষভ পান্তকে।
এরপর লোকেশ রাহুল ও ওপেনার যশস্বী জয়সওয়াল মিলে ভারতকে আবার ট্র্যাকে ফেরানোর চেষ্টা করেন। এরমধ্যে কঠিন পরিবেশের মধ্যেও নিজের ভালো ফর্ম ধরে রেখে অর্ধশতক তুলে নেন তরুণ এই ওপেনার। তবে অর্ধশতকের পর বেশিদূর এগাতে পারেননি তিনি। ৫৬ রানে তাকে ফেরান আরেক পেসার নাহিদ রানা।
পরে লোকেশ রাহুলকেও বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে জাকিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর অবশ্য সেশনের বাকি সময় দুই ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বীন কোন বিপদ ছাড়াই কাটিয়ে দেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের প্রথম শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাবধানী শুরুর পরও একবার আম্পায়ার্স করে এলবিডব্লু হওয়া থেকে বেঁচে যান তিনি। তবে ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দেন রোহিত (১০ বলে ৬)।
শুভমান গিলের আউটের ধরণটা একটু অদ্ভুত। তার পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। সেই বল খেলার চেষ্টা করেন তিনি। তবে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। ৮ বলে ০ রানে আউট হন গিল।
হাসান মাহমুদের তৃতীয় শিকার কোহলি। স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি (৬ বলে ৬ রান)।