সার্চ কমিটি গঠন হলেও নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটছেইনা। এ নিয়ে বিএনপির সিনিয়র নেতারাও আছেন সংশয়ে। কমিটি ও কমিশন গঠনের পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপও চায় দলটি।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপির পক্ষ থেকে বারবার তাগাদা দেয়া হচ্ছিল দ্রুত নির্বাচনের প্রস্তুতির জন্য। কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোন বার্তা ছিলনা।
ফলে এক ধরনের ধোঁয়াশা ছিল নির্বাচন নিয়ে। এমন প্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেছে সরকার। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে।
নির্বাচন ব্যবস্থা, সংবিধান সংস্কারসহ রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ৬টি কমিশন গঠন করেছে অন্তর্বতী সরকার।
এমন পরিস্থিতিতে নির্বাচনমুখী যাত্রার কথা বললেও নির্বাচনের কোন সময়সীমার কথাও বলেনি সরকার। কাজেই প্রশ্ন উঠেছে সরকারের এই ঘোষণা কতটা বাস্তব সম্মত।
আর এই প্রেক্ষাপটকে বিএনপি কিভাবে দেখছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর(অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ-এর মতো দলটির সিনিয়র নেতারা নাগরিক টিভিকে বলেন,সার্চ কমিটি গঠন ভালো। কিন্তু নির্বাচন কবে হবে তা এখনও অস্পষ্ট। সে কারনেই রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন তারা।
বিএনপি নেতারা বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজনে কতদিন সময় লাগতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
দেশের সংকট কাটতে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে বিএনপি নেতারা বলেন সরকার চাইলে ভোট আয়োজনে বেশী দিন সময় লাগার কথা না।