৩০/০১/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
৩০/০১/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

বান্দরবানের থানচি উপজেলার তিন্দুতে এক খিয়াং নারীকে ‘ধর্ষণের পর হত্যার’ ঘটনায় বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন। বুধবার (৭ মে) বিকেল ৪টার দিকে জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে।

পরে সেখানে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সদস্য সূচনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙামাটি জেলা কমিটির সভাপতি অলনা তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী নীলা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন- পিসিপি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মিলন চাকমা।

এসময় বক্তারা বলেন, ‘অপরাধীদের বিচার না হওয়ায় তাদের সাহস বেড়ে যাচ্ছে। তাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রশ্রয় দেয়া হচ্ছে। আমাদের ওপর যে শোষণ, নিপীড়ন-নির্যাতনের চালানো হচ্ছে; এমন নারকীয় অভিশপ্ত জীবন নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না। আমাদের ভূমিতে আমাদের সংখ্যালঘু করা হচ্ছে। আদিবাসী মানুষ অর্থনীতি-রাজনীতিতে দুর্বল হয়ে যাচ্ছে। রাষ্ট্র তার সুপরিকল্পিত নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমাদের ধ্বংসের দিকে ফেলছে।’ সমাবেশে বক্তারা থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে কিভাবে পর্যটকরা সেখানে গিয়েছে; তা নিয়ে প্রশ্ন তুলেন।

বক্তারা আরও বলেন, ‘সমগ্র পার্বত্য চট্টগ্রামের ধর্ষণের ঘটনাগুলো প্রশাসন শুধুই দেখেই যাচ্ছে। যে প্রশাসন অন্যায়কে প্রশ্রয় দেয় আমরা সে প্রশাসন চাই না। এত এত ক্যাম্প থাকার পরও আমরা তো নিরাপত্তা পাচ্ছি না। এই রাষ্ট্র বিচারহীনতার সংস্কৃতি পালনের জন্য আমাদের বার বার রাস্তায় নামতে বাধ্য করছে। আমরা চাই কেবল পাহাড় নয়, সমতল তথা গোটা বাংলাদেশের কোনো মা-বোন যেন ধর্ষণ-নিপীড়নের শিকার না হয়।’

সমাবেশ থেকে বক্তারা বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে খিয়াং নারীকে ‘ধর্ষণের পর হত্যার’ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, সোমবার (৫ মে) বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখয় পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গল থেকে এক খিয়াং নারীর লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, উদ্ধার করা মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার চোখ উপড়ে ফেলা হয়েছে। ঘটনার আলামত দেখে মনে হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে অভিযান, প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

দেখুন: রাঙ্গামাটিতে বিজু বৈসু সাংগ্রাই সংস্কৃতি মেলা চলছে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন