26 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ধর্ষণ মামলার বাদীকে হত্যার দাবি পরিবারের; পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

বরগুনায় নিহত ও ধর্ষণ মামলার বাদীর পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষে উপহার পৌঁছে দেয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

বরগুনার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। ওই দিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর ১২ মার্চ মামলার শুনানির দিন ছিল। ওইদিন মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি পরিকল্পিত ভাবেই বাদীকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে পরিবারটির। আজ এই পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দেয় । বিকেল সাড়ে পাচটায় বরগুনা পৌরশহরের কালিবাড়ি এলাকায় ভুক্তভোগী পরিবারের মাঝে উপহার তুলে দেন ৷ এসময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যা পৌনে সাতটায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা এবং নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে সরাসরি ফোন কলে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি।

হোয়াটসঅ্যাপ ফোন কলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নিহতের স্ত্রীকে বলেন, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শুনেছি। আপনাদের সকল সহযোগিতার জন্য বিএনপি আপনাদের সাথে আছে। এবং আপনাদের সকল আইনী লড়াইয়ে দলীয় আইনজীবীরা সাথে থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যাতে যাতে ন্যায়বিচার পান।

এনএ/

দেখুন:  বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ বাড়ছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন