২৭/০১/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০১/২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকার চাল

ঢাকার ধামরাই পৌর এলাকার একটি অটো রাইস মিলে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে মিলের নৈশ প্রহরী ও শ্রমিকদের জিম্মি করে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় অবস্থিত বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল রাতের আঁধারে মিলের পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে মিলের নৈশ প্রহরীসহ চারজন কর্মচারীকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর একটি ট্রাক মিল চত্বরে ঢুকিয়ে বিপুল পরিমাণ চাল বোঝাই করে নিয়ে যায়।

মিলের নৈশ প্রহরী মো. হযরত আলী জানান, ডাকাতরা তার গলায় চাকু ঠেকিয়ে প্রথমে তাকে বেঁধে ফেলে। পরে অন্য শ্রমিকদেরও একইভাবে বেঁধে একটি কক্ষে আটকে রাখা হয়। ডাকাতরা চলে যাওয়ার পর এক শ্রমিক তার হাতের বাঁধন খুলে দিলে তারা বাইরে বের হন এবং বিষয়টি মিল মালিককে জানানো হয়।

এ ঘটনায় মিলের সঙ্গে সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ৭টার দিকে। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। এই ঘটনা এতো দেরিতে জানানোয় আমি বিষয়টি সঠিকভাবে বুঝতে পারছি না এটা ডাকাতি না অন্য কিছু।

আরেক চাল ব্যবসায়ী ফরিদ পাগলা বলেন, ডাকাতির ঘটনা রাত ৩টার দিকে ঘটলেও, আমাকে সকাল ১০টার দিকে ঘটনা জানানো হয়। আমি ঋণ করে ব্যবসা চালাচ্ছি, এখন কী করব বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন