বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদনে ধারাবাহিকতায় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের সম্প্রচারের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধামরাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান এবং ধামরাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক বাবুল হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব।
আলোচনা সভায় বক্তারা বৈশাখী টেলিভিশনের ২১ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, পাশাপাশি সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও চ্যানেলটি আরও দায়িত্বশীল, জনবান্ধব ও সত্যনিষ্ঠ গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ (অপারেশন) দেবাশীষ সানা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নিরাপদ সড়ক চাই এর ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, সুধীজন।
আলোচনা সভা শেষে বৈশাখী টেলিভিশনের ২১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


