৩০/০১/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা, চার প্রতারক আটক

নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রিয় চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা চার জন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ ছিলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে গতকাল সোমবার বিকেলে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।

উপজেলা সাব রেজিষ্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রামাণিত হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে সোমবার রাতে উপজেলা সাব রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আসামীদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন: বিশ্ব জলাত্মক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন