নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা নওগাঁয় ঝটিকা মিছিল করেছেন। ইতিমধ্যে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলের ফেসবুক আইডি থেকে ৫২ সেকেন্ডের একটি মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। ব্যানারের লেখা নওগাঁ জেলা ছাত্রলীগ।
সূত্রে জানা গেছে, সদর উপজেলার কোনো এক জায়গায় থেকে মিছিলটি বের করা হয়। ভিডিওতে দেখা যায়- নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫-৭জন নেতাকর্মীদের হাতে একটি ব্যানার। এসময় কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পড়া ছিলো। এছাড়াও হাতে মশাল নিয়ে ইউনূস তুই স্বৈরাচার, অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না। প্রহসনের বিচার মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া জয় বাংলা, ‘জয় বঙ্গবন্ধু’ নেতা মোদের শেখ মুজিবও বলতে শোনা যায় ভিডিওতে।
এদিকে তাদের হাতে থাকা ব্যানারের লেখা ছিল- হটাও ইউনুস, বাঁচাও দেশ। একটু নিচে লেখা আছে অবৈধ, অসাংবিধানিক, ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের প্রহসন ও ষড়যন্ত্রের ক্যাঙ্গারু কোর্ট বাতিল এবং অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবি।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানা নেই। তবে ৪-৫ দিন আগে একটা ভিডিও নজরে এসেছিল সেটা কিনা যাচাই করে দেখতে হবে। তারপরও আমরা সতর্ক অবস্থানে আছি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
পড়ুন : নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


