নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশ থেকে নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিতাই রবিদাস উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে।
নিহতর পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে নিহত নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে সকালে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময নিতাইয়ের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

