৩০/০১/২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
৩০/০১/২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

শারদীয় দুর্গাপূজায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে নওগাঁয় রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পৌরসভার আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শুটকিকালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।

জাহিদুল ইসলাম ধলু নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দুর্গা পূজা উৎসব উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু। রাস্তা সংস্কার কাজের ফলে দুর্গাপুজায় দর্শনার্থী ও পথচারীদের যাতায়াত সহজ হবে।

এবিষয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, পৌরসভার এই রাস্তা ছিল ১৫ বছর থেকে অবহেলিত। এই এলাকার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে এলে তারা রাস্তাটি সংস্কার করে দিতে বলে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে অনেকে এই রাস্তায় চলাচল করবে। চলাচল করতে গিয়ে অনেকের দুর্ভোগ পোহাতে হবে। সেই দিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও মন্ডপে মন্ডপে যেতে পারবে। এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারবে দর্শনার্থী ও পথচারীরা।

পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা

দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন