নড়াইলে গরুচোর সন্দেহ তিন জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের কাছে থাকা মুঠোফোন থেকে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁদের তথ্য অনুযায়ী, একজনের নাম নূরনবী, আরেকজনের নাম দুলাল। তাঁদের দুজনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। নিহত অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনজনের মধ্যে দুইজনের পরিচয় প্রাথমিক ভাবে জানা গেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’
ওসি সাজেদুল ইসলাম আরও জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসী জানান, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় বুধবার ভোরে তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিনজন গরু চুরি করতে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক পরিবারের গরু চুরির ঘটনা ঘটেছে। মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। গ্রামবাসী বেশকিছু দিন ধরে রাত জেগে পাহারাও দিচ্ছে। রাতে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।