16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নতুন ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে: ড. ইউনূস

৮০ হাজার নতুন রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধভার মিসরের কায়রোয় মালয়েশিয়ার হায়ার এডুকেশন মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ

ড. ইউনূস বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান।

ড. ইউনূস কায়রোয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে অবস্থান করছেন এবং বৈঠকটি ছিল তাঁর সম্মেলন সফরের অংশ। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ, উচ্চশিক্ষায় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানবিষয়ক আলোচনা।

এ সময় ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি।

দেখুন: সাদপন্থীদের হামলায় আতঙ্কিত ইজতেমা ময়দান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন