নতুন কুড়িঁ ২০২৫ প্রতিযোগীতায় একক অভিনয়,নৃত্যে বিভাগীয় ও মার্ক্স অলরাউন্ডার জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে বিজয়ী সংবর্ধনা দিয়েছে তারুণ্যের উচ্ছাস যুব মানবিক সংগঠন ও স্থানীয়রা।
রবিবার ৪ জানুয়ারী দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী ৩ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তাফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুল আজিজ হক নাহিদ,ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আমেনা খাতুন,সহকারি প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম,সঙ্গিত শিক্ষক নাজমুন হোসেন,তারুণ্যের উচ্ছাস মানবিক যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন,উপদেষ্টা মোঃ এরশাদুল হক প্রমুখ।
বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজয়ীরা হলেন সৌরভ চন্দ্র সেন(একক অভিনয়,নৃত্ব) মোছাঃ ফাহিমা আক্তার( একক অভিনয়,নৃত্ব) এবং মোছাঃ আশরাফি (জাতীয় পর্যায়, নৃত্ব)। প্রতিযোগীতায় জেলার ১৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বিজয় হন।
বক্তব্যে বক্তারা বলেন,পিছিয়ে পড়া অঞ্চল থেকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজয় হওয়া সত্যি খুবই গর্বের বিষয়।প্রতিযোগীতায় বিজয়ী ৩ শিক্ষার্থীর জন্য রইল দোয়া ও ভালোবাসা।শিক্ষা কর্মে আরো ভালো করুক এ কামনা সব সময়।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


