29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে পৃথিবী: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পৃথিবীতে ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্যে। নবীরাই এমন কথা বলে গেছেন। অঞ্চলটি সম্পর্কে নবী এবং ভবিষ্যদ্বক্তারা যা বলে গেছেন তা ফলে যাবে। মধ্যপ্রাচ্যই সেই জায়গা যেখানে পৃথিবী শেষ হয়ে যাবে।’

গত শুক্রবার (২৫ অক্টোবর) আমেরিকান পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে তিন ঘণ্টার একটি সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন। সেই সাক্ষাৎকারে তিনি আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্যও ভবিষ্যদ্বাণী করেছেন।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশের একদিন পরই ‘’জো রোগান এক্সপেরিয়েন্স’-শীর্ষ পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন। 

তিন ঘণ্টার এই আলোচনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেন, ইসরায়েল-হামাস যুদ্ধের সময় তেল আবিবকে কিছু না করার জন্য বলেছিলেন এই দুজন। 

এই সাক্ষাতে ট্রাম্প ইসরায়েলের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ইসরায়েল যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।’  

সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘বাইডেন এত কিছুতে ভুল করেছেন! আমি মনে করি, এটাও বলতে হবে যে, তিনিও (কমলা হ্যারিস) ভুল করেছেন। কারণ, জানেন তো, তারা সব সময় একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন।’  

তিনি আরও বলেন, ‘ইসরায়েল তার (বাইডেনের) উপদেশ শোনেনি।’

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন