নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি-বিরোধী অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফেসবুক মিডিয়া সেলে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে, তার বহিষ্কারের আদেশে তার অপরাধের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
স্থানীয়ভাবে জানা যায়, তিনি চারটি হত্যা মামলার আসামি। পাশাপাশি সাংবাদিককে হুমকি, মারধর, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, চাঁদাবাজির অভিযোগসহ বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পড়ুন : নরসিংদীতে ইউপিতে ট্রেড লাইসেন্স নিতে এসে ব্যবসায়ী খুন


