ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ভেলানগর বাজারস্থ গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা কার্যালয় থেকে এ মিছিল শুরু হয়।
মিছিলটি মহাসড়ক বয়ে জেলাখানা মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে সড়কের মাঝে বসে পড়ে প্রতিবাদকারীরা। এতে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা কমিটির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক এরশাদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহজামান বাপ্পি ও সাধারণ সম্পাদক রবিন আহমেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জনি ভুইয়া, যুব অধিকার পরিষদের সভাপতি কাজি ইমরান এবং রায়পুরা উপজেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান মানিক প্রমুখ।
বক্তারা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের গ্রেপ্তার, আইন উপদেষ্টার অপসারণ এবং সেনাবাহিনীর প্রধানের পদত্যাগের দাবি তুলে ধরেন তারা।
পড়ুন:নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে শ্রমিক আহত


